রিফিউজি এন্ড মাইগ্রেটরী মুভমেন্টস্ রিসার্চ ইউনিট (রামরু) এর স্ট্রেনদেনড এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রজেক্টের সাথে কুমিল্লার পাঁচ উপজেলায় পাঁচটি নাটক প্রদর্শন বিষয়ক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে থিয়েটার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় রামরু অফিসে রামরু এর প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ ইনজামুল হক ও থিয়েটার কুবি'র নাট্য কর্মী ইশতিয়াক আহমেদের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
রামরুর প্রোগ্রাম অফিসার মো: আরিফুল ইসলাম বলেন, 'আমাদের সংস্থার উদ্দেশ্য অনিরাপদ অভিবাসন থেকে কীভাবে নিজেদের রক্ষা করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। কেউ যদি বিদেশে গিয়ে প্রতারণার শিকার হন, তাকে আইনি সহায়তাও প্রদান করি। এছাড়া আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সরকার অভিবাসীদের কী কী সু্যােগ সুবিধা দিয়ে থাকেন সে বিষয়ে জানানোর চেষ্টা করি।'
থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিম বলেন, 'সবসময় আমরা চেষ্টা করি মানবসেবা বা জনসচেতনতামূলক কাজ করার জন্য। রামরু এর সাথে চুক্তির মাধ্যমে জনসচেতনতামূলক একটা কাজ করার সুযোগ পেয়েছি। কুমিল্লার পাঁচ উপজেলায় জনসচেতনতামূলক পাঁচটি পথনাটক প্রদর্শনের সুযোগ পাবো। আমরা আশা করি আমাদের পথনাটক এর মাধ্যমে আমরা মানুষকে সচেতন করে তুলতে পারবো।'
এসময় আরও উপস্থিত ছিলেন, রামরু এর প্রোগ্রাম অফিসার রাজন কুমার রায়, থিয়েটার কুবির সভাপতি গুলশান পারভীন সুইটি, নাট্যকর্মী উম্মে মারিয়া রিয়া।
আই/অননিউজ২৪।।