রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন: হোয়াইট হাউস

রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেন দেশটিতে মার্কিন ক্লাস্টার বোমা ব্যবহার করছে।

হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউক্রেনীয় সেনারা মার্কিন ক্লাস্টার বোমা রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে ‘কার্যকরভাবে’ ব্যবহার করছে।

ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো একটি বড় বোমার মধ্যে অসংখ্য ছোট ছোট বোমা (বম্বলেট), যা বৃহৎ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে। এক্ষেত্রে যুদ্ধে মূলত রকেট, ক্ষেপণাস্ত্র বা কামান থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট বোমা নিক্ষেপ করা হয়। এভাবে একটি বিস্তৃত এলাকায় ছোট ছোট বোমা ছড়িয়ে দেওয়া যায়।

বিশ্বের ১০০টিরও বেশি দেশ আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ক্লাস্টার বা গুচ্ছ বোমার ব্যবহার নিষিদ্ধ করলেও ইউক্রেনে এই বোমা পাঠায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইউক্রেন প্রতিশ্রুতি দিয়েছে যে, বোমাগুলো শুধুমাত্র রাশিয়ান শত্রু সৈন্যদের সরিয়ে দিতে ব্যবহার করা হবে।

কিরবি বলেছেন, তারা (ইউক্রেনের সেনারা) যথাযথভাবে বোমাগুলো ব্যবহার করছে। এর মাধ্যমে তারা আসলে রাশিয়ার প্রতিরক্ষামূলক গঠন এবং রাশিয়ার প্রতিরক্ষামূলক কৌশলের ওপর প্রভাব ফেলছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ