রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুর পদত্যাগের দাবিতে নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ নড়াইল প্রেসক্লাব চত্বরে শেষ হয়।
প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রনেতা আব্দুর রহমান মেহেদী, শাফায়েত হোসেন, রিফাতুল ইসলাম তমাল, হাসিবুর রহমান, তুহিন বিন রাজ্জাক, লামিয়া খাতুন, শাহরিয়ার আহমেদ, কাজী ইয়াজুর রহমান বাবুসহ অনেকে।
বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পুর মিথ্যাচার করেছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। সাহাবুদ্দিন চপ্পু যতক্ষণ পদত্যাগ না করতে ততক্ষণ পর্যন্ত ছাত্ররা রাজপথেই থাকবে। আগামীতে আরো কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন বিপ্লবী ছাত্র-জনতা।
কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
একে/অননিউজ24