রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে মরক্কোতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে তারা সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি আশা করেন, নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মরক্কোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
নতুন রাষ্ট্রদূত দায়িত্বপালনে রাষ্টপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সাইফ/অননিউজ টুয়েন্টিফোর