মাটিভর্তি ঝুড়ি মাথায় নিয়ে রাস্তা সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেদকে জানান, চেয়ারম্যান এলাকার ছেলে। তার নেতৃত্বে সলপ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই কাজের মধ্য দিয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শওকাত ওসমান বলেন, ‘জনপ্রতিনিধিরা তো মূলত উজ্জীবক। যে কোনোভাবে এলাকার মানুষকে উজ্জীবিত করতে পারলে অর্থাৎ জনপ্রতিনিধিরা সঠিকভাবে উজ্জীবকের ভূমিকা পালন করতে পারলে দেশ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে যাবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে একবার কেউ ভোটে নির্বাচিত হলে তার আর মাটিতে পা পড়ে না। এই সংস্কৃতি ভাঙতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।