ময়মনসিংহের মুক্তাগাছার রিকশা চালক আলফাজ মিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মহানগরীর রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন নিহতের মা খোদেজা বেগম, স্ত্রী নজুফা খাতুন, ভাই রফিকুল ইসলামসহ স্থানীয় কয়েকজন। ঘটনার ৪৯দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামী সনাক্ত এবং কাউকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকা প্রকাশ করেন বক্তারা।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বাহাদুরপুর গ্রামের আধা কিলোমিটার দূরত্বে আলফাজ মিয়ার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার একদিন পর নিহতের বড় ভাই সফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। কি কারণে কারা তাকে হত্যা করতে পারে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আশা করি অচিরেই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।