বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের পেটানো শুরু করে। এরপরই ভেতর থেকে কলাপসিবল গেট বন্ধ করে নেতাকর্মীদের পেটানো শুরু করে পুলিশ।
আজ বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রিজভীসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আটক
নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না : ডিএমপি
এদিকে অনন্ত এক হাজার নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। বর্তমানে তিনি কার্যালয়ের সামনে বসে আছেন।