শরিয়ত মোতাবেক ইসলাম ধর্মে তিনটি পবিত্র স্থানে সাওয়াবের উদ্দেশ্যে যাওয়া যাবে ১ মসজিদ আল-হারাম (মক্কা মোকাররমা), ২ মসজিদ আল-নবী( মসজিদে নববী) এবং ৩ মসজিদ আল আকসা। গুরুত্বের দিক থেকে পবিত্র মক্কা শরীফের পর দ্বিতীয় শ্রেষ্ঠ স্থান হলো মদিনাতুল মনোয়ারায় মসজিদে নববী। মদিনাতুল মনোয়ারায় রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) রওজা মোবারক যা মসজিদে নববীর পাশে অবস্থিত। মদিনায় প্রতিবার নামাজ শেষে প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দিতে হজ্ব ও ওমরাহ হাজ্বী সাহেব গণ সারিবদ্ধ হয়ে দারুস সালাম দিয়ে প্রবেশ করে সালাম দিতে পারে। নবীজির রওজা মোবারকে সালাম দিতে কোন অনুমতি প্রয়োজন হয় না। তবে রিয়াজুল জান্নাহ প্রবেশ করে ২ দুই নামাজ আদায় করার জন্য নুসুক ও তাওক্কালনা এপসের মাধ্যমে পূর্বে অনুমতি নিতে হয়।
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর ঘর থেকে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত জায়গায়টিকে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগান বলা হয়। ইসলামে রিয়াজুল জান্নার গুরুত্ব অপরিসীম। তাই রিয়াজুল জান্নায় প্রবেশের জন্য মদিনায় ভ্রমণে আসায় হজ্ব ও ওমরাহ পালনকারী ব্যক্তিদের গুরুত্ব বেশি থাকে। শুধু অনুমতি প্রাপ্ত নির্দিষ্ট সংখ্যক লোকজন নির্দিষ্ট সময়ে রিয়াজুল প্রবেশ করে নামাজ আদায় করতে পারবে। পূর্বে যেকোন ব্যক্তি ২৪ঘন্টা অতিক্রম করার পর আবার সে রিয়াজুল জান্নাহ প্রবেশের অনুমতি নিতে পারতো। বর্তমানে সৌদি আরবে হজ্ব ওমরাহ পালনকারী সংখ্যা বেড়ে চলেছে। যার ফলে অল্প জায়গায় অধিক সংখ্যক হজ্ব ও ওমরাহ পালনকারীর ব্যক্তি যেনো রিয়াজুল জান্নায় অনুমতি পায় তা নিশ্চিত করার লক্ষে। সৌদি হজ্ব ও ওমরাহ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় যে একজন ব্যক্তি সর্বোচ্ছ বছরে একবার রিয়াজুল জান্নায় নামাজের অনুমতি পাবে। তবে নবীজির রওজা মোবারকে সালাম দিতে কোন প্রকার অনুমতি প্রয়োজন হবে না।