ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বার্নার্ডো সিলভার জোড়া লক্ষ্যভেদে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
শনিবার (১৬ মার্চ) ইতিহাদ স্টেডিয়ামে আগের ম্যাচ থেকে পাঁচটি পরিবর্তন এনে একাদশ সাজালেও আধিপত্যের হেরফের হয়নি পেপ গার্দিওলার দলের।
ম্যাচের ১৩তম মিনিটে সিলভার শট নিউক্যাসল ডিফেন্ডারের পায়ে লেগে বাঁক পরিবর্তন করে জালে আশ্রয় নিলে এগিয়ে যায় ম্যান সিটি।
শুরুতেই এক গোলের লিডের পর সিটিকে প্রথমার্ধেই আরও একবার এগিয়ে দেন সিলভা। ম্যাচের ৩১তম মিনিটে নিজের জোড়া পূরণ করেন পর্তুগিজ এই প্লে-মেকার। রুবেন দিয়াজের বাড়িয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন তিনি।
বাকি সময়ে দুদলই গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথম দল হিসেবে টানা ষষ্ঠবারের মতো এফএ কাপের সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়ল ম্যান সিটি।
এফআর/অননিউজ