কলম্বিয়ান পপ তারকা শাকিরার নতুন গানের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন ভক্তরা। কাজের ক্ষেত্রে শাকিরা বরাবরই সাবধানী। তাই তার নতুন গান পেতেও দর্শকদের অপেক্ষা করে থাকতে হয়।
সম্প্রতি দীর্ঘ বিরতির পর শাকিরার নতুন মিউজিক ভিডিও বের হয়েছে। গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি। মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে গানটি। গেল ২৪ ঘণ্টায় ইউটিউবে প্রথমবারের মতো কোনো লাতিন গান সর্বোচ্চ ৬৩ মিলিয়ন বা ৬ কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে।
‘শাকিরা : বিজেডআরপি মিউজিক’ ৫৩তম সেশনের এই গান স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইয়ে দুই দিনে এখন পর্যন্ত ৮৫ মিলিয়ন (৮ কোটি ৫০ লাখ) বারের বেশি শুনেছে শ্রোতা-দর্শকরা।
গানটি প্রকাশ হওয়ার পরই সবাই ধারণা করছেন, শাকিরার সাবেক প্রেমিক ও তার দুই সন্তানের বাবা তারকা ফুটবলার জেরার্ড পিকেকে উদ্দেশ্য করে এ গানটি লেখা হয়েছে। সেইসঙ্গে গানটিতে নিজেকে বিশ্ববিখ্যাত ওল্ড ব্র্যান্ড ‘ক্যাসিও’ ও ‘রেনোর’ সঙ্গে তুলনা করেছেন শাকিরা।