রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়া কে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

এম এ কবীর,ঝিনাইদহ

ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়া কে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ১৯ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা শহরের শাহী মসজিদ প্রাঙ্গনে এই সম্মাননা জানানো হয়।

সে সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ, সাবেক চেয়ারম্যান দিপু, মুক্তার হোসেন, আরজান হাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদেরকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। তারা পরিবার পরিজন আত্মীয়স্বজন স্ত্রী কন্যা রেখে বিদেশে যান।

গায়ের ঘাম ঝরিয়ে অনেক কষ্টে যা আয় করেন তা নিজে ভোগ না করে দেশে পাঠিয়ে দেন। তিনি বলেন রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় হয়রানি কিংবা প্রতারনার শিকার হন,এ কারনে সরকার তাদেরকে আলাদাভাবে সম্মান জাননোর ব্যবস্থা করেছে। তিনি বলেন আমাদের রিন্টু মিয়া স্কুলের গন্ডি পেরুতে পারেনি, মাত্র নবম শ্রেণী পাশ করে কৃষি শ্রমিকের ভিসা নিয়ে সূদুর ইতালিতে পাড়ি জমান ২০১২ সালে। বিগত ১৩ বছরে তিনি কঠোর পরিশ্রম করে নিজের এবং পরিবারের সদস্যদের স্বচ্ছল করেছেন।

আমারা জেনেছি তিনি ইটালিতে একটি গার্মেন্ট ফ্যাক্টরী খুলে সেখানে অর্ধশতাধীক বাংলাদেশীর কর্মসংস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ থেকে আমোদের যুব সমাজের শিক্ষা নেয়ার আছে। তিনি বলেন আমি সবসময় রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি।

জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের শমসের আলীর ছেলে রিন্টু মিয়া জমিজমা বিক্রি করে দালালের পেছনে ৪ বছর ঘুরে ২০১২ সালে ইটালী যান। ২০২৩ সালে তিনি সরকারীভাবে রেমিন্টেন্স যোদ্ধার সম্মান লাভ করেন। বর্তমানে তিনি নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও রয়েছে তার সম্পৃক্ততা।

আরো দেখুনঃ