টাঙ্গাইল সদর উপজেলায় একটি রেল সেতু থেকে মো. বাচ্চু মিয়া (৪২) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (১৬ জুলাই) দুপুরে উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রামের একটি রেল সেতুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মো. বাচ্চু মিয়া সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি কাঠের ব্যবসা করতেন।
বাচ্চুর বড় ভাই আব্দুল হামিদ গণমাধ্যমকে বলেন, শনিবার ঘাটাইল উপজেলায় একটি গাছের বাগান কিনতে যায় বাচ্চু। সর্বশেষ রাতে ৮টায় ঘাটাইল বাসস্ট্যান্ডে থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তার। এরপর থেকে বাচ্চুর ফোন বন্ধ হয়ে যায়। বাচ্চু রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ জানায়, শালিনা এলাকায় একজনের মরদেহ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে বাচ্চুর মরদেহ শনাক্ত করি।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে।
এফআর/অননিউজ