ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সভায় একটি বন্দি খাঁচাকে ঘিরে উৎসুক জনতার ভীড়। সবার দৃষ্টি সেদিকে। হঠাৎ ছন্দপতন। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি পড়ে। আস্তে আস্তে ভীড় বাড়তে থাকে। রড দিয়ে ঘেরা জেল খানার আদলে তৈরী খাঁচার মধ্যে একটি শিশু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মতো সাজগোজ করে বসে আছে। চোখে সানগ্লাস। মাথাভর্তি চুল। প্রতিকী জেলখানার উপরে লেখা ‘মুক্তি চাই’।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম হুমায়রা জান্নাত প্রার্থনা। সে জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা আব্দুল হামিদ কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিশু হুমায়রা জানায়, খালেদা জিয়া অসুস্থ। তাঁর মুক্তির দাবীতেই মুলত সে বেগম খালেদা জিয়া সেজেছেন।
শিশুটির পিতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ জানান, দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এই রোডমার্চ। সে কারণে তিনি তার শিশু কন্যাকে নেত্রী সাজিয়ে প্রতীকী জেলখানায় ভরে রোডমার্চে নিয়ে এসেছেন। এটি প্রতিবাদের অংশ বলেও বিএনপি নেতা হামিদ উল্লেখ করেন।
২৬ সেপ্টেম্বর এক দফা দাবীতে ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোড মার্চ কর্মসূচী পালন করে বিএনপি।
এফআর/অননিউজ