১৯৭৫সালের ৩০আগষ্ট সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত আততায়ীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা ও নীলফামারী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াকুব আলী হত্যার বিচারের দাবীতে বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন যুবলীগ নীলফামারী জেলা শাখা।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা যুবলীগের সহসভাপতি সুধীর চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক ও অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুজার রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
মানববন্ধনে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।