লক্ষ্মীপুরে বজ্রপাতে নাঈম হোসেন নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে রাসেল নামের আরও এক শ্রমিক।
সোমবার (১২ জুন) বিকেল ৩টার দিকে জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নাঈম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আব্দুল আলীমের ছেলে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামের নানার বাড়িতে থেকে কাঠ ফার্নিচারের কাজ শিখছিল। আহত রাসেলের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ফার্নিচার দোকানে কাজে আসে কিশোর নাঈম। বিকেলে ওই দোকানে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় একই দোকানের শ্রমিক রাসেল আহত হয়।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এফআর/অননিউজ