নীলফামারীর সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৪ জুন) ওই ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া এলাকার এন্তাজুল ইসলামের মেয়ে লিমা আক্তার (৯) ও একই এলাকার এনামুল হকের ছেলে আরিফ হোসেন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, আরিফ ও লিমা রোববার দুপুরের পর তাদের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় প্রচণ্ড তাপদাহে তাদের ঘরের বৈদ্যুতিক লাইনের তারে পেঁচানো টেপ খুলে যায়। পরে তাদের ঘরের বেড়াগুলো টিনের হওয়ায় পেঁচানো টেপ খুলে গিয়ে সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়। এ সময় উঠানে খেলতে খেলতে ওই দুই শিশু গিয়ে টিনের ঘরের বেড়াতে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনে মারা যান।
চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা জানান, রোববার দুপুরের পর বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com