সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আজগরা হাজী আলতাপ আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খাঁন বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আসন্ন ইউপি নির্বাচনে আজগরা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হুমায়ুন কবির কাজল, শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ-দপ্তর সম্পাদক মুনছুর আহমেদ মুন্সী, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন প্রমুখ।
আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানিয়ে বক্তারা বলেন,লাকসাম-মনোহরগঞ্জের আওয়ামী রাজনীতির কর্ণধার মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে কাজ করতে হবে। যারা দলের ব্যানারে থাকার পরও দলীয় সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রকার ষড়যন্ত্র করে কীনা, সেদিকেও সজাগ দৃষ্টি রাখার আহবান জানান বক্তারা।’
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন টিটু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন জুয়েল, সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী রতন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাইন উদ্দিন বাবু, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, জসিম উদ্দিন, শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শফিকুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান, সহ-সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য পারভেজ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক হায়াতুন্নবী স্বাধীন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ সোহেল সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।