কুমিল্লার লাকসামে ফসলি জমিতে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটা বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তাসহ ৩ জন। রবিবার লাকসাম উপজেলার গাজীমুড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, লাকসামে অবৈধভাবে ফসলি জমিতে ড্রেজার মেশিনের মাধ্যমে দীর্ঘ দিন থেকে গাজীমুড়া এলাকার একটি চক্র মাটি উত্তোলন করে আসছে। এ ঘটনায় বাধা দিতে গেলে সোহাগ নামের একজনের নেতৃত্বে ২০/২২ জন হামলা চালায়। এতে আহত হন ৩ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন, দৌলতগঞ্জ পৌর এলাকার ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন, মুন্সী আতাউর রহমান। এরমধ্যে জসিমের অবস্থা আশঙ্কাজনক। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান বলেন, তাদের পরিদর্শনে পাঠানো হয়েছে। এসময় অবৈধ মাটি উত্তোলনের তারা খবর পেয়ে বাধা দিতে গেলে তাদের হামলা করে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া বলেন, হামলার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এবিষয়ে লিখিত অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।