চট্টগ্রামস্থ বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরামের উদ্যোগে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী মনোহরগঞ্জের পোমগাঁও, লাকসাম পৌরসভা ও বাকই ইউনিয়ন সহ দুই উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামস্থ বৃহত্তর লাকসাম বঙ্গবন্ধু ফোরামের সভাপতি নজরুল ইসলাম। পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, বঙ্গবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্লাহ, পৌর প্যানেল মেয়র খলিলুর রহমান, কাউন্সিলর আব্দুল আজিজ, লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি শরীফ আহমেদ, সাধারণ সম্পাদক কানিস কেয়া, প্রচার সম্পাদক নাহিদুল আলম হৃদয় প্রমুখ।