লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জন। শুক্রবার (২৯ মার্চ) রাত ১টার সময় সীমান্ত পিলার ৯১৩/৪ এস -এর কাছে এই ঘটনা ঘটে।

জানা যায়, সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫-২০ জন বাংলাদেশি নাগরিক গরু চোরাচালানের জন্য প্রবেশ করে। পরে ৭৫-চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল ২-৩ রাউন্ড গুলি ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধরা হলেন- মিজানুর রহমান ও লিটন মিয়া। তারা চন্দ্রপুর এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু হয়েছে। মরদেহ কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ