বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের পেরুল দক্ষিণ ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। লালমাই উপজেলার কনকশ্রী নতুন পুকুরপাড় বাজার সংলগ্ন মাঠে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মোঃ মাসুদ করিম,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (প্রস্তাবিত) ও বৃহত্তর পেরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আমান উল্লাহ আমান,মোঃ ওসমান গনি রিংকু সদস্য সচিব পেরুল দক্ষিণ ইউনিয়নের বিএনপির সদস্য সচিব মোঃ ওসমান গনি রিংকু,বিশিষ্ট সমাজ সেবক মোঃ শরিফুল ইসলাম মজুমদার, বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ শাহজাহান মজুমদার ও সঞ্চালনা করেন পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির নেতা জাবেদ হোসেন।
এসময় জনসভায় উপজেলা ও পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আমাদের মূল ঠিকানা সাবেক কুমিল্লা -৯ নির্বাচনী এলাকার সীমানা এখনই ঠিক করতে হবে, এজন্য ২২ শে ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় যুক্তিখোলা বাজার থেকে লং মার্চ শুরু হয়ে কুমিল্লা জেলা শহরে যাবো। উক্ত লং মার্চে এলাকার নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, আমি যদি আল্লাহর মেহেরবানী আবার সংসদ সদস্য হবার সুযোগ পাই, তাহলে এ এলাকাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিবো।
আই/অননিউজ২৪।।