কুমিল্লা জেলার লালমাই উপজেলাধীন বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে গত ২০ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমাই উপজেলা শাখার উদ্যোগে আওয়ামী যুবলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), এফসিএ, এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ কামরুল হাসান শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে.এম সিংহ রতন, লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসু উদ্দিন কালু, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হামিদ বিএ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, আবদুল মালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিন, দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন সভাপতি শামসুল আলম মুন্সি, সাধারণ সম্পাদক নুুরুল ইসলাম নুর, দক্ষিণে সভাপতি আমিনুল হক সওদাগর, লালমাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টু, যুবলীগ নেতা কাওসার মোরশেদ, যুবলীগ নেতা শামসুল রহমান শিমুল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম মোহন, যুবলীগ নেতা আমান উল্লাহ আমান, যুবলীগ নেতা লোকমান হোসেন, যুবলীগ নেতা নাছির মির্জা সহ আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক এম এ মোতালেব এর সভাপতিত্বে যুবলীগ নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম, সঞ্জয় শর্মা, আবদুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়ালে বক্তব্য রাখছেন বাংলাদেশের অর্থমন্ত্রী কুমিল্লা-১০ সংসদীয় এলাকার সাংসদ আ হ .ম মুস্তফা কামাল এফসিএ। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষদের কাজে লাগাতে হবে। মানুষের কল্যানে সবাইকে নিয়োজিত থাকতে বলেন। ন্যায়বিচার করবেন, মানুষকে ভালোবাসাই হলো রাজনীতি। সত্য কথা বলেও রাজনীতি করা যায় একথা পুণরায় ব্যক্ত করেন, আমি আজও দুর্নীতি মুক্ত আছি।
আপনারা ও দুর্নীতি মুক্ত থাকুন এটা কামনা করি। টাকা খেয়ে কারো বিচার করবেন না, ন্যায় বিচার করবেন। পিতামাতার সহিত ভালো আচরণ করবেন। মা বাবার প্রতি যত্নশীল হউন। সন্তানরা যদি মা-বাবার যতœ করে তাহলে পৃথিবী বেহসত খানা হয়ে যাবে। আমি আপনাদের কাছে অনেক ঋনি। ভালো ও সুন্দর কথা বলুন, মানুষকে ভালো পথ দেখান। জয়বাংলা জয় বঙ্গবন্ধু।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।