লালমাই দুই ইউপি নির্বাচনে ১১১ জনের প্রার্থীতা বৈধ
নেকবর হোসেন।।
কুমিল্লার লালমাই উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১১১ জন অংশগ্রহণকারী সকলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ৩ ডিসেম্বর শনিবার মনোয়নপত্র যাচাই-বাচাই শেষে সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা সাদিকা সুলতানা।
পেরুল উত্তর ইউনিয়ন ও বাকই উত্তর ইউনিয়নে নৌকা মনোনীত দুই প্রার্থীসহ চেয়ারম্যান পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৮১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে পেরুল উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত সাধারণ সদস্য পদে ৪১জন। বাকই উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারন সদস্য পদে ৪০জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী রয়েছেন।
দুই ইউনিয়নে আওয়ামীলীগের ২ জন এবং বাকি ১২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন।
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। আগামী ২৯ডিসেম্বর ২ ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।