স্প্যানিশ লা লিগায় রবের্তো লেভানদোভস্কির জোড়া গোলে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। এই জয়ে চীর প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থাকলো জাভির দল।
বল দখলের লড়াইয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে কাতালারা। তবে একের পর এক আক্রমণ চালালেও গোল পেতে ম্যাচের ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় লিগ লিডারদের। শুরুটা করেন লেভানদোভস্কি। আর ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান বাড়ান আনসু ফাতি। ১০ মিনিট পর জোড়া পূর্ণ করেন পোলিশ গোলমেশিন লেভানদোভস্কি।
৭০ মিনিটে পোলিশ তারকার অ্যাসিস্টে শেষ গোলটি করেন ফেরান তোরেস। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে ব্যবধানে এগিয়ে গেল জাভি হার্নান্দেজের শিষ্যরা। ২৭ ম্যাচে ২৩ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার ৭১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
ফরহাদ/অননিউজ