নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, শেখ মতিয়ার রহমান, শাহাবুদ্দিন ফকির প্রমুখ।
বক্তারা জনবান্ধব ইউএনও মোঃ জহুরুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, লোহাগড়া উপজেলার বর্তমান নির্বাহী অফিসার জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সততা, দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে উপজেলার মানুষ অত্যন্ত সন্তুষ্ট। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে আসছেন। তাই, মাননীয় প্রধান উপদেষ্টাসহ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন বক্তারা।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন।