নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে তুচ্ছ ঘটনায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় সৈয়দ টোকন আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় হামলায় নিহতের স্ত্রী ও দু সন্তান গুরুতর আহত হয়েছেন।
টোকন আলী বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হামলায় ওই কৃষকের স্ত্রী ও দুটি সন্তান লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা ইউনিয়নের করফা গ্রামে বুধবার দুপুরে টোকন আলীর পরিবারের সাথে চাচাতো ভাই-ভাতিজাদের মধ্যে বাড়ির ওপর দিয়ে ভ্যান চলাচলকে কেন্দ্র করে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টার দিকে কৃষক টোকন আলী ও তার দুসন্তান রাজু মীর ও রুবেল মীর মাঠ থেকে বাড়িতে আসে। বাড়িতে
আসার পর সৈয়দ টোকন আলীকে তার স্ত্রী বিরোধের বিষয়টি জানান।
এসময় টোকনের চাচাতো ভাই প্রতিবেশি সৈয়দ ফেরদৌস আলী সহ তার সন্তান ও ভাইপোরা সংঘবদ্ধ হয়ে টোকন আলীর পরিবারের ওপর হামলা চালায়। হামলায় টোকন আলী, তার স্ত্রী ও তার সন্তান সৈয়দ রাজু আলী সৈয়দ রুবেল গুরুতর আহত হয়। এছাড়া টোকন আলীর মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরাও কমবেশি আহত হন। স্থানীয় লোকজন আহতদেরকে দ্রæত
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত টোকন আলীকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
নিহতের সন্তান আহত রুবেল জানান, তার পিতার গুরুতর জখম থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। তিনি আরো জানান, তার চাচা ও চাচাতো ভাইদের সাথে জমিজমা বা তেমন কোন বিরোধ ছিলো না। বাড়ির ওপর দিয়ে ভ্যান যাওয়ায় একটু বিরোধের সৃষ্টি হয়। তা নিয়ে নিমর্মভাবে হামলা চালিয়ে তাদেরকে জখম করে। তার পিতা হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান জানান,এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।