লোহাগাড়ায় ভোটগ্রহণ চলছে

আনলাইন ডেস্ক।।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়,একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ব্যালটপেপার পাঠানো হয়েছে ভোটের দিন সকালে।

সরেজমিনে কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। তবে সকালে শুরুর দিকে ভোটারের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন, স্ট্রাইকিং ফোর্স ৯টি,৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ২টি টিম,মোবাইল টিম ২২টি এবং আইনশৃঙ্খলাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

৯টি ইউনিয়নে ৭১টি ভোটকেন্দ্রে ৫৮১ বুথে ভোটগ্রহণ হচ্ছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ