শপথ নেওয়ার আগেই মারা গেলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নাজিরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমির হোসেন ব্যাপারী (৫৮)।
আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এর আগে গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর সওদাগর বলেন, আজ শনিবার ভোরে ঢাকায় পৌঁছেন হৃদরোগে আক্রান্ত আমির হোসেন ব্যাপারী। সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।