মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা বীর উত্তম সার্জেন্ট নাসির উদ্দিনের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলা রামরাইল ইউনিয়নের ভোলাচং ফুটবল খেলার মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচ সার্জেন্ট নাসির উদ্দিন ফুটবল একাদশ বনাম মোহাম্মদ ইউনাইটেড ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন। খেলার উদ্ধোধক রামরাইল ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. এইচ মাহবুব আলম। ফুটবল খেলা অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও কাজীপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক মীর মোঃ শাহীন, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কাজী মোঃ জাবেদ হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান । এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ৭নং ওয়ার্ডের মেম্বার কাজী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলী,৫নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি তহিদ মিয়া হাজারী,৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ হেকিম, ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মানিক মিয়া, প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ সুজন আহমেদসহ এলাকার ময়মুরুব্বি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
খেলার সার্বিক আয়োজনে,রিমন,কামাল,তানভীর,নোমান, রিফাত সহযোগিতা করে। খেলায় মোহাম্মদ ইউনাইটেড ফুটবল একাদশ দলকে হারিয়ে বিজয় হয় সার্জেন্ট নাসির উদ্দিন ফুটবল একাদশ দল। পরে অতিথীরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।