সময়ের ব্যবধানে পোশাক নিয়ে ট্যাবু ভাঙছে। তবে ভরা মজলিসে শাড়ি-ব্লাউজ পরে হাঁটছে দুই যুবক। এটা দেখতে হয়তো এখনো প্রস্তুত নয় কারও চোখ। কিন্তু এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। ভারতীয় এক বন্ধুকে চমকে দিতে তার বিয়েতে শাড়ি পরেই হাজির হলেন দুই বিদেশি যুবক। মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়েন সবাই।
বিয়ের আসরে যাওয়ার আগে এমন বেশভুষা নিয়ে দিব্যি শিকাগোর রাস্তায় হেঁটে বেড়িয়েছেন এই দুই যুবক। তাদের দিকে না তাকিয়ে পারেননি পথচারীরা। আর বিয়ের আসরে পৌঁছার পর রীতিমতো থমকে গেছেন সবাই। দুই বন্ধুর কীর্তি দেখে নির্বাক হয়ে যান বর নিজেই।
শাড়ি পরিহিত এ দুই যুবকের ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন এমন ভিডিও দেখে। অনেকেই বলেছেন, যেভাবে এই দুই যুবক শাড়ি সামলেছেন, সেটা সত্যিই প্রশংসনীয়।
অনেকেই তাদের প্রশংসায় ভাসিয়েছেন সমাজের ট্যাবু ভাঙতে এগিয়ে আসার জন্য। তবে ওই দুই যুবক জানান, সোশ্যাল ট্যাবুর বিষয়টি মাথায় রেখে নয়, নিছক আনন্দ করার জন্যই এমনটা করেছেন তারা। অবশ্য তাদের কাছে নিছক আনন্দ হলেও বিষয়টা নাড়া দিয়েছে বিশ্ববাসীকে।