‘শাপলা কলি’ প্রতীক নিতে রাজি এনসিপি

অনলাইন ডেস্ক।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসাবে ‘শাপলা কলি’ নেবে বলে জানিয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

রোববার (২ নভেম্বর) সিইসি’র সঙ্গে বৈঠক শেষে দলটির এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনতার মধ্যে ইতোমধ্যেই ‘শাপলা’ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এখন যুক্ত হচ্ছে ‘কলি’। বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করে জাতীয় পার্টির

তিনি আরও বলেন, “আমরা ইনশাআল্লাহ ‘শাপলা-কলি’ নিচ্ছি। পুরো বাংলাদেশের মানুষ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি—আপনারা যে যেখানে প্রার্থী হতে চান, আপনারা নিজ নিজ নির্বাচনী প্রস্তুতি নিন।”

তিনি বলেন, “অনেকে প্রশ্ন করছেন, শাপলা নিশ্চিত কিভাবে? এতদিন আমরা বলেছি শাপলা ছাড়া নেব না, কারণ কলি দিয়েছে। কিন্তু এখন নির্বাচন কমিশন যদি প্রকন বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা ‘শাপলা-কলি’ প্রতীকেই যাচ্ছি।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট হয়েছে। তবে আমরা প্রতীক নিয়েই পড়ে থাকতে চাই না। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা বলেছি শাপলা ছাড়া নেব না। কিন্তু এখন নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপণ বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা ‘শাপলা-কলি’ প্রতীকেই যাচ্ছি।”

সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ