সাতক্ষীরার কলারোয়ায় লোহার শাবলের আঘাতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মুজিবুর রহমান পালাতক রয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত রানু বেগম (৩০) উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ছিদ্দিক আলি সরদারের মেয়ে। তার স্বামী মুজিবুর রহমান (৩৫) কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামের ইমান আলির ছেলে।
পারিবারিক কলহের জেরে ওই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ভগ্নিপতি মুজিবুর রহমান তাদের বাড়িতে থাকতো। তাদের ১০ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। ভগ্নিপতি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার সকালে পারিবারিক কলহের জেরে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে লোহার শাবল দিয়ে বোন রানুর মাথায় আঘাত করে পালিয়ে যায় মুজিবুর।
মারাত্মকভাবে রক্তাক্ত জখম রানুর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রানু বেগমকে মৃত্যু ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফআর/অননিউজ