শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার ও ভিসির অব্যহতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করনের দাবীতে ঝালকাঠিতে প্রতীকী অনশন করা হয়েছে।
ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক মোঃ আরিফুর রহমান হাসিব ও সদস্য সচিব হাদিসুর রহমান এর নেতৃত্বে শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই প্রতীকী অনশন করা হয় বলে জানাগেছে।
এসময় উপস্থিত ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার আমরা দাবি করছি। পাশাপাশি ভিসির অব্যহতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করনের দাবী জানাচ্ছি।