নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ।
শামীম ওসমানের ডাকা সমাবেশে শনিবার (২৭ আগস্ট) বিকালে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন তিনি।
এর আগে দুপুরে যাত্রীবাহী বাসে করে নতুন কোর্ট এলাকায় এসে জড়ো হয়। পরে বিকাল সাড়ে ৩টায় চাষাঢ়া হয়ে বঙ্গবন্ধু সড়ক থেকে ২নং রেল গেইটে গিয়ে শামীম ওসমানের সমাবেশে উপস্থিত হন।
এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। ‘শামীম ওসমানের নেতৃত্বে আমরা আছি এক সাথে’। ‘শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম ওসমান।