নড়াইল প্রতিনিধি।।
আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসাহ উদ্দীপনা ও স্ধুসঢ়;ষ্ঠভাবে উদযাপনের লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দদের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে সদর থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, বিশেষ অতিথি জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নিখিল কুমার সরকার প্রমুখ।
বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে প্রতিটি মন্ডপে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবে। এছাড়া পুজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোন ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানানো হয়।
এসময় বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃৃন্দসহ ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ