আসন্ন শারদীয় দুর্গাপুজা জাকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে নড়াইলে আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় ব্ক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট লিংকন বিশ্বাস, জাতীয় নিরাপত্তা সংস্থা নড়াইলের উপ-পরিচালক ইমদাদুল হক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, জেলা পূলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু সহ অনেকে। সভায় বক্তারা জানান, নড়াইল জেলায় এবছর ৫৭১ টি পূজাঁ মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সা¤প্রদায়িক স¤প্রীতির জেলা নড়াইলের ঐতিহ্য ধরে রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। কেউ যাতে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে না পারে এবং আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট করতে না পারে সেসব ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রতিটি মন্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি, পূজাঁ কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। এ ছাড়া পুজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোন ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।