নীলফামারী প্রতিনিধি।।
নীলফামারী বাসীর জনপ্রিয় ক্রিকেট লীগ শাহীপাড়া প্রিমিয়ারলীগ -২০২৩ (সিজেন-৫) নীলফামারী বড়মাঠে (২৯ নভেম্বর বুধ বার) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
লীগে ৬ টি দল অংশ গ্রহন করে। নীলসাগর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শাহী পাড়া প্রিমিয়ার লীগ এর আহবায়ক আরমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার অ্যাডভোকেট আবু মো: সোয়েম,আবু ইমাম রাহুল, আসলাম হায়াত মিল্টন,গ্রিন সাইন উপস্থাপনা পরিচালক লাফিজ উদ্দিন লাহিন,।
খেলায় বিজয়ী হন শাহীপাড়া গ্লাডিয়েটস রানার আপ ।
শাহীপাড়া এভেনবার্স খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এফআর/অননিউজ