কুমিল্লা সিটি করপোরেশন উপ নির্বাচনে মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. তাহসীন বাহার সূচীর বাস প্রতীকের সমর্থনে যুক্তরাষ্ট্রের লন্ডনে সভা সমাবেশ করেছে প্রবাসী নাগরিকরা। তারা পরিকল্পিত সুন্দর কুমিল্লা সিটি গড়াতে শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ প্রার্থী ডা তাহসিন বাহার সূচীকে ভোট দেওয়ার আহবান জানান।
শুক্রবার ( ১ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির (যুক্তরাজ্য শাখার) উপদেষ্টা মোঃ শফিকুর রহমান। সভায় আয়োজন করেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ( যুক্তরাজ্য শাখার) সহ সভাপতি মোঃ শাহজাহান কবির এবং কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির (যুক্তরাজ্য শাখার) সহ সভাপতি মোঃ আমীনুর রহমান ও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির (যুক্তরাজ্য শাখার) সহ সভাপতি মোঃ খালিদুল ইসলাম, কুমিল্লা বিভাগ বাসতবায়ন কমিটির (যুক্তরাজ্য শাখার) সদস্য মোঃ শৈশব আহমেদ।
বকব্য রাখেন কুমিল্লা বিভাগ বাসতবায়ন কমিটির ( যুক্তরাজ্য শাখার ) উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম, মোঃ দুদু মিয়া,(কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির সভাপতি যুক্ত রাজ্য শাখা) ব্যারিস্টার মনজু আহমদ ওএ কে এম মনজুরুল হক প্রধান উপদেষ্টা "বৃহত্তর কুমিল্লা সোসাইটি এসেক্স " ইউকে লন্ডন।
বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বাসতবায়ন কমিটির ( যুক্তরাজ্য শাখার ) উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম, মোঃ দুদু মিয়া,(কুমিল্লা বিভাগ বাসতবায়ন কমিটির সভাপতি (যুক্ত রাজ্য শাখা),বেরিসটার মনজু আহমমেদ , এ কে এম মনজুরুল হক, (প্রধান উপদেষ্টা "বৃহত্তর কুমিল্লা সোসাইটি এসেক্স " ইউ কে), মোহাম্মদ হারুন রশিদ (সাধারণ সম্পাদক "বৃহত্তর কুমিল্লা সোসাইটি এসেক্স " ইউ কে), কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল আলী মিলু , মোঃ আবিদ হোসেন (ব্যাবসায়ী), মোঃ হাবিবুর রহমান (ব্যাবসায়ী), তরণ বক্তা মোঃ ফয়েজ আহমমেদ, মোঃ তানভীর ইরফান, মোশারফ হোসেন শাফীন , মোহাম্মদ সাফী উপস্থিত ছিলেন হোটেল ব্রিটোনিয়ার কর্ম করতা মোঃ শপন ও সাইফুর রহমান সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভার সিদ্ধান্ত হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যে চার জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে শিক্ষা সহ যোগ্যতায় ডা. তাহসীন বাহার সূচী সেরা। আধুনিক পরিকল্পিত সুন্দর কুমিল্লা সিটি গড়ার একমাত্র যোগ্যতা রাখেন ডা. সাহসীন বাহার। প্রিয় কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়নে ডা. তাহসীন বাহার সূচনার বাস প্রতীকের সমর্থনে যার যার অবস্থান থেকে কুমিল্লা মহানগরীর ভোটারদের সাথে যোগাযোগ করে ভোট চাওয়ার আহবান জানান।
এফআর/অননিউজ