কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় তাকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম (৩৪) উপজেলার পিটুয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ আফজল জানান, এক শিশুকে (১১) শফিকুল ইসলাম প্রায়ই যৌন সম্পর্কের প্রস্তাব দিত। কিন্তু সে এই প্রস্তাব এড়িয়ে যেত। ২০২১ সালের ২০ আগস্ট রাতে একা পেয়ে ওই শিশুকে ধর্ষণ করে শফিকুল। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে সোপর্দ করেন। এ ঘটনায় পরদিন সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে শফিকুল ইসলামকে একমাত্র আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। পরে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান লিংকন মামলাটি তদন্ত করে ২০২২ সালের ১৯ আগস্ট মামলার অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে মঙ্গলবার দুপুরে এ রায় দেন আদালত।
ফরহাদ/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com