কুড়িগ্রামের উপর দিয়ে আবারও মৃদ্যু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছে অসহায় ও নিম্ন আয়ের মানুষ।এই কনকনে ঠান্ডায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা পরিষদ।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হলোখানা খয়েরউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
গত দুইদিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও রোববার কমে দাড়িয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিনহাজুল ইসলাম আইয়ুব,প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম,হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
এফআর/অননিউজ