এবার বান্দরবনের পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন সাপের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ওমর সানী। গতকাল রবিবার ২৯ অক্টোবর দুপুরে ‘ডেড বডি’ নামের একটি সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।
এদিন রাতে তিনি বলেন, ‘আজ দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’ তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে পায়ে কাপড় বেঁধে রাখা অবস্থায় বসে থাকতে দেখা গেছে ওমর সানীকে।
প্রসঙ্গত, এমডি ইকবালের পরিচালিত ‘ডেড বডি’ সিনেমাটিতে ওমর সানী ছাড়াও অভিনয় করছেন, শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।
এফআর/অননিউজ