ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের জীবদ্দশায় নির্মিত একমাত্র পোর্ট্রেটটি ১০ মিলিয়ন পাউন্ডের বেশি দামে বিক্রি হচ্ছে। যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের গ্রোসভেনর হাউস হোটেলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। খবর দি ইনডিপেনডেন্টের।
রাজা প্রথম জেমসের রাজ চিত্রশিল্পী রবার্ট পিক ছবিটি এঁকেছিলেন এবং এটি ১৬০৮ সালে স্বাক্ষরিত ও তারিখযুক্ত। বলা হয়ে থাকে, এটিই শেকসপিয়ারের একমাত্র স্বাক্ষরিত ও তারিখযুক্ত পোর্ট্রেট। ছবিটির অজ্ঞাত মালিক নিলাম ছাড়াই ব্যক্তিগত চুক্তির এটি বিক্রির প্রস্তাব করেছেন।
১৯৭৫ সালের আগে ছবিটি ইংল্যান্ডের উত্তরে একটি রাজকীয় বাড়ির লাইব্রেরিতে ঝোলানো ছিল, যেখানে একসময় ড্যানবি পরিবার থাকত। এরপর এটি ব্যক্তিমালিকানায় চলে যায়।
ছবিটি বিক্রির পেছেনে যারা কাজ করছেন, তাদের দাবি শেকসপিয়ার ও পিকের মধ্যে ‘গভীর’ যোগাযোগ ছিল।
বিক্রির আগে পোর্ট্রেটটি নিরীক্ষা করেছেন শিল্প বিশেষজ্ঞ ডানকান ফিলিপস। তিনি বলেন, শেকসপিয়ারের এ পোর্ট্রেটের অনেক বেশি প্রমাণ রয়েছে। এটি একজন পোর্ট্রেট চিত্রকরের মনোগ্রাম ও তারিখযুক্ত কাজ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com