শেখ হাসিনার ফাঁসির রায়ে সোনাগাজীতে জামায়াতের আনন্দ মিছিল

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

সোমবকর বিকালে পৌর শহরের জিরোপয়েন্টে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মিলিত হয়ে পথ সভা করেন। উপজেলা জামায়াতের আমির মাও. মোস্তফার সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাও. কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, সহকারি সেক্রেটারি আবদুল মান্নান ও গোলাম কিবরিয়া প্রমূখ। বক্তারা ফ্যাসিস্ট হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত সকল আসামির রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

উল্লেখ্য; আ.লীগ ঘোষিত সাটডাউনের কোন প্রভাব সোনাগাজীতে পড়েনি। যানচলাচল ও ব্যবসা বাণিজ্য স্বভাবিক ছিল। কোথাও আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাহস করে নামতে পারেনি।

আরো দেখুনঃ