১৭ মে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে র্যালিটি গৌরীপুর-হোমনা সড়কসহ উপজেলা চত্বর পদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মোকবুল মাহমুদ প্রধান,নাজমুল হাসান কিরন, হোমনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিপু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল,উপজেলা যুবলীগের সদস্য কামাল পারভেজ, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা, কলাকান্দি ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ,
নারান্দিয়া ইউনিয়নের সভাপতি মোঃ বিল্লাল হোসেন মেম্বার, কড়িকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভূইয়া, ভিটিকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম মিয়াসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।