জুলাই মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে লক করে দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, যা নির্বাচন কমিশনের (ইসি) অধীন একটি সংস্থা।
সংশ্লিষ্ট একাধিক সূত্র সোমবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। তবে, নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সরাসরি কোনো লিখিত নির্দেশনা ছিল কি না—তা এখনও নিশ্চিত নয়।
এনআইডি লক হওয়া শেখ পরিবারের সদস্যরা হলেন:
শেখ হাসিনা
সজীব ওয়াজেদ জয়
সায়মা ওয়াজেদ
শেখ রেহানা
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক
আজমিনা সিদ্দিক
রাদওয়ান মুজিব সিদ্দিক
শাহিন সিদ্দিক
বুশরা সিদ্দিক
তারিক আহমেদ সিদ্দিক
সূত্র মতে, জাতীয় পরিচয়পত্র লক করার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক লেনদেন, পাসপোর্ট নবায়ন, সম্পত্তি হস্তান্তর, কিংবা সরকারি নানা সেবার ক্ষেত্রে সাময়িকভাবে সমস্যার সম্মুখীন হতে পারেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কেউ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও প্রশাসনিক পর্যায়ে বিষয়টি নিয়ে নীরব আলোচনা চলছে বলে জানা গেছে।
সূত্রঃ বিডি24লাইভ
মাসু/অননিউজ২৪।