মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ দেশের গরিব মানুষের পেটে ভাত থাকে। গরিবের মাথা গোজার ঠাঁই হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে একটি মানুষও ঠিকানা বিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা সেটাই বাস্তবায়ন করে যাচ্ছি। এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য শেখ মুজিব এ দেশে জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আমরা সেই পরিবর্তন আনব ইনশাল্লাহ।
ড. আহসানুল আলম সরকার কিশোর বুধবার দিনব্যাপী উপজেলার আন্দিকুট, নবীপুর পূর্ব, মুরাদনগর সদর, ধামঘর, জাহাপুর, পাহাড়পুর, বাবুটিপাড়া, ছালিয়াকান্দি, বাঙ্গরা পশ্চিম, শ্রীকাইল, টনকি, বাঙ্গরা পূর্ব, পূর্বধইর পূর্ব ও পূর্বধইর পশ্চিম ইউনিয়নে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, কাজী আবুল খায়ের, প্রকৌশলী সৈয়দ শওকত আহম্মেদ, হাজী আবদুস সামাদ মাঝি, আরমান মিয়া, আবু মুছা সরকার, আবদুর রহিম পারভেজ, তৈয়বুর রহমান তুহিন, শুকলাল দেবনাথ, ইউপি সচিব নাইম সরকার, হাজী ফজলুল হক, ইসমাইল হোসেন, সাংবাদিক সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম, ট্যাগ অফিসার ও ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ