শেখ হাসিনা যাকে যোগ্য মনে করে নৌকার মনোনয়ন দিবে হিংসাবিদ্বেষ ভুলে তাকেই বিজয়ী করতে হবে এবং আবারও শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানাতে পারলেই বাংলাদেশ হবে পাশ্চাত্যের স্যুইজারল্যান্ড বললেন,বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান ও আওয়ামীলেিগর কেন্দ্রিয়নেতা এডভোকেট রবিউল আলম বুদু।বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর রাজধানী নতুন হাট গোর চত্বরে স্থানীয আওয়ামীলীগ-যুবলীগ আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামীলীগনেতা গোলাম রসুলের সভাপতিত্বে এসময় ইকবাল হায়দার,মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,নাসির হোসেন,পাবনা জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুর, নুর আলম,একরাম হোসেন,সেলিম মন্ডল,নাজমুল,সবুজ হোসেন ও সাবেক ভিপি ফিরোজুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসকেডি/অননিউজ