ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে শিতালী ডাঙ্গা গ্রামে প্রতিপক্ষের হামলায় আজিজুল নামে একজন নিহত।
সোমবার সকালে প্রতিপক্ষের হামলায় আজিজুল আহত হন। তাকে গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে মারা যান। জানা গেছে সোমবার দুপুরে ১নং ত্রিবেণী ইউনিয়েনের শিতালীডাঙ্গা গ্রামে মাত্র তিন ফুট জমি নিয়ে শরিকদের সঙ্গে বিরোধে আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে জখম করে একই শরীকের লোকজন।
এঘটনায় আজিজুল শেখের অবস্থা আশংকাজনক হওয়া তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24