ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আশুরাট গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে পোশাকসহ নগদ সহায়তা দেয়া হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি, লুঙ্গি, গামছাসহ নগদ টাকা সহায়তা দেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্তরা।
উল্লেখ্য, গত সোমবার (১৪ মার্চ) বিকালে শৈলকূপার আশুরাট গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সূত্রপাত হওয়া আগুনে পুড়ে যায় গ্রামের ৫জন কৃষকের বসত বাড়ি। ভস্মীভূত হয় ৭টি ঘরে থাকা ধান, পাট, পোশাক, নগদ টাকাসহ আসবাবপত্র।