কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার গতকাল নগরীর ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলমগীর হোসেনের মাতার মৃত্যুর খবর শুনে ২৩নং ওয়ার্ডে আলমগীর হোসেনের বাড়িতে যান।
তিনি সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং পরিবারের সকল সদস্যের সাথে কথা বলেন, সান্ত¡না দেন। সংসদ সদস্য মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের নিয়ে নিজেই দোয়া ও মোনাজাত করেন। এসময় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সংসদ সদস্যের পিএস ইকবাল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ আলমগীর হোসেনের পিতা এবং ও তার পরিবারের অন্যান্য সদস্যরা মোনাজাত ও দোয়ায় অংশগ্রহণ করেন।